আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন, তাদের অনেকে How do you know Trivuz? প্রশ্নের জবাবে 'কেন ভালো লাগে' তাও জানিয়েছেন।
লেখালেখি তো আমার প্রফেশনের অংশ না, কিছু আর্ন করার জন্যও লেখালেখি করি না। এমনকি জনপ্রিয়তা পাওয়াও আমার উদ্দেশ্য না। তারপরেও লোকজনের ভালোবাসা পেতে তো ভালো লাগে।

ভালোবাসা প্রকাশ করা লাগে। সেই প্রকাশের একটা উপলক্ষ্য হয়ে উঠলো আরকি এই সাইট। আপনাদের জন্যও অনেক অনেক ভালোবাসা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।