সময়ের অভাবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা চেক করা হয় না। অনেকে কষ্ট পান এতে, কেউ কেউ রেগেও যান শুনেছি। কিছু হেটারও তৈরি হয়েছে এভাবে। আবার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে পাঁচ হাজারের বেশী যোগও করা যায় না, যেটা আরো প্রায় দশ বছর আগেই ফিলআপ হয়ে আছে। তাছাড়া, যেকোন সময় ফেসবুকে একাউন্ট ডিলিট/ব্যান খাওয়ার সম্ভবনা তো আছেই। এসমস্ত বিষয় চিন্তা করে একটা পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি। থিংকার ক্লাবের সকল সদস্য (ফ্রি কিংবা পেইড) একে অপরের সাথে যুক্ত হতে পারবে এই ব্যবস্থায়। ফলে ফেসবুক না থাকলেও কানেকটেড থাকতে পারবে সবাই।

এটা এখনো আলফা স্টেজে শুধুমাত্র পেইড ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে, পরে ফ্রি ইউজাররাও ব্যবহার করতে পাবেন। তো, এই পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম Thinkr CMS-এও যোগ করেছি।

কানেক্টেড হওয়ার জন্য trivuz.net -এ গিয়ে আপনার থিংকার ক্লাব অথবা ভার্সিটিয়ান আইডি দিয়ে লগইন করলে এই ফর্মটা দেখতে পাবেন। ফিলআপ করে রাখুন, পরের উইকেন্ডে আবার যখন বসবো সাইট নিয়ে তখন রিকোয়েস্টগুলো একসেপ্ট করা শুরু করবো। ফেসবুকে এখন যারা ফ্রেন্ড আছেন কিংবা ফলোয়ার, সকলেই আবেদন করতে পারেন। ভার্সিটিয়ান বা থিংকারে একাউন্ট না থাকলে ত্রিভুজ ডট নেট থেকেও তৈরি করে নিতে পারবেন।

পুনশ্চঃ ফর্মের ফেসবুক আইডি ঘর খালি রাখলে কিংবা ফেসবুকে লকড প্রোফাইল হলে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা হবে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।