Zettelkasten Method বলে একটা নোট টেকিং পদ্ধতি আছে যেটা গবেষণা, চিন্তা-ভাবনা ও লেখালেখিতে অনেক হেল্প করে। ভার্সিটিয়ান ও থিংকার ক্লাবের KMS (Knowledge Management System)-এ এই জিনিষ ইমপ্লিমেন্ট করলাম।

গবেষক ও PhD স্টুডেন্টরা অবসিডিয়ান নামে একটা টুল ব্যবহার করে, অনেকটা ওটার মত। তবে অবসিডিয়ানের মত অত পাওয়ারফুল না এখন পর্যন্ত। ইমপ্রুভ তো করতে থাকবো, আশা করি একদিন অবসিডিয়ানকেও অতিক্রম করে যাবে (যেহেতু এখানো আরো অনেক জিনিষ আছে)।

এই ফিচার নন-ফিকশন লেখকদের জন্য একটা মহা আশীর্বাদ হতে যাচ্ছে। ফিকশন লেখকদের জন্যও এটার বিশেষ একটা সংস্করণ তৈরি করবো। এমনিতে ফিকশান লেখকদের জন্য তো আরো বেশ কিছু চমৎকার টুল তো অলরেডি বানিয়েছি। এগুলো দিনে দিনে আরো ইমপ্রুভ হবে।

আমার মাঝে মাঝে মনে হয়, ২০/২৫ বছর আগে যদি থিংকার ক্লাবের মত একটা প্লাটফর্ম দুনিয়াতে থাকতো, তাহলে সারাজীবনে যত বই পড়েছি, যত লেখালেখি ও চিন্তা করেছি, সেগুলো কত দারুণভাবে ম্যানেজ করতে পারতাম। অন্তত কয়েক ডজন বই লিখে ফেলতে পারতাম এতদিনে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।