পাভেল দুরভ। রাশান জাকারবার্গ বলা হয় এই জিনিয়াসরে। রাশিয়া ভিত্তিক সোশ্যাল মিডিয়া VK-র প্রতিষ্ঠাতা। বর্তমানে তুমুল জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস Telegram-এর প্রতিষ্ঠাতাও উনি।

পাভেল দুরভকে মূল্যায়ণ করতে পারলে সোশ্যাল মিডিয়ার জগতে রাশিয়ানরা ফেসবুকের সাথে পাল্লা দিতে পারতো। প্রথম না হোক, অন্তত দ্বিতীয় অবস্থানে থাকতে পারতো যেটা গুগলের মত কোম্পানী অনেক চেষ্টা করেও পারেনি। পাভেলকে মূল্যায়ণ তো দূরের কথা, তার VK কেড়ে নিয়ে দেশান্তরি করেছে রাশান সরকার।

রাশিয়া আর চাইনিজরা ভাবে শক্তি দিয়েই সব হয়। তারা বিশাল অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে এজন্য। কিন্তু দেখেন, এখন যুদ্ধটা হচ্ছে মিডিয়া দিয়ে। এই মিডিয়ার যুদ্ধে রাশিয়া ও চায়না ব্লক নিধিরাম সর্দার হয়ে বসে আছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।