এইবার বইমেলায় এখনপর্যন্ত এই ছয়টা বই মাত্র হাতে পেলাম। প্রিন্টপুকুর প্রকাশনীর প্রকাশক জয়ন্ত জিল্লু-র ফেসবুক পোস্ট দেখে অর্ডার দিয়েছিলাম ইনবক্সে, উনি পাঠিয়ি দিলেন। রকমারীতে একগাদা বই কার্টে এড করা আছে। এক আপুর বই প্রকাশ হওয়ার কথা ২/৩ দিনের ভেতরে, ওটার জন্য অপেক্ষায় আছি, তাই অর্ডার কনফার্ম করিনি।

হাসান মাহমুদের 'বাঙালি মুসলমান প্রশ্ন' বইটার জন্য অপেক্ষায় ছিলাম। ওটা স্টক আউট হয়ে যায় কিনা ভয়ে আছি কিছুটা। প্রকাশক Abu Bokor Siddique Raju ভাইয়ের কাছে অনুরোধ, রকমারীতে স্টক আউট হয়ে গেলে আমার জন্য পার্সোনালি একটা কপি রাইখেন। আগামীকালের ভেতরে ঐ আপুর বই প্রকাশ না হলে অর্ডার প্লেস করে দেব।

একটা ব্যাপার খেয়াল করলাম। যেসব বই নিয়ে ফেসবুকে অনেক পোস্ট হয়েছে, সেগুলোই আমার লিস্টে। আরো তো অনেক ভালো বই প্রকাশ হয়েছে নিশ্চই। কিন্তু যদি খোঁজই না পাই, কিভাবে অর্ডার দেব বলেন? আমাদের লেখক-প্রকাশকরা বইয়ের মার্কেটিং করতে এত লজ্জা পায় কেন কে জানে!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।