বিশ্ব-ব্যবস্থা, রাজনীতি ও দেশ পরিচালনা সর্বপরি বিশ্ব-রাজনীতি বুঝতে হলে কী কী বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হয়, কোন কোন বিষয়ে মোটামুটি জানতে হয় এবং কোন কোন বিষয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখতে হয়, এরকম একটা তালিকা বানাচ্ছি গত ২১ বছর ধরে (৯/১১ এর পর থেকে)। এই তালিকা বানানো এখনো শেষ হয়নি।
এই তালিকার দিকে তাকালে যা বুঝতে পারি, একজন ব্যক্তির পক্ষে এই বিষয়গুলো পুরোপুরি বুঝা প্রায় অসম্ভব ব্যাপার। হাজার হাজার ফ্যাক্ট এখানে জড়িত। কিছু কিছু বিষয় একটার সাথে আরেকটার সম্পর্ক এতই গভীর যে আপনি যদি দুই/একটা ফ্যাক্টও মিস করে ফেলেন, আপনার পর্যবেক্ষন অসম্পূর্ণ এবং এনালিসিস ভুল হয়ে যেতে পারে।
এসব বিষয় নিয়ে সঠিক বা কাছাকাছি এনালিসিস দেয়ার জন্য বিশেষজ্ঞদের গ্রুপ লাগে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।