পরিস্থিতি কতটা জটিল চিন্তা করেন। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ওয়েস্ট কিছুই না করে চুপচাপ থাকলে পারমানবিক অস্ত্রহীন দূর্বল দেশগুলো হুমকিতে পড়ে যায়।
আবার, ওয়েস্ট মুভ করলে ওয়েস্টেরই সবচাইতে বেশী ক্ষতি হবে যেটা ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের বিষয়টাকে ত্বরান্বিত করে। এটাও আমাদের মত দূর্বল দেশগুলোর জন্য বিপদের।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।