ফেসবুকের হোমপেজে গিয়া দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। মানে, পাবলিক লাগায়া দিতেছে আরকি। কারো কারো পোস্ট দেখে মনে হইলো, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেই তারা অনেক খুশী হবে। না লাগলেই বরং হতাশ হয়ে পোস্ট ডিলিট মারবে। এইদিকে আমিও একটু হতাশ। যুদ্ধ নিয়া না। বিশ্ব-রাজনীতি নিয়া এদেশের পাবলিকের অজ্ঞতা দেখে। অজ্ঞতা তো থাকতেই পারে। কত বিষয়ে আমিওতো অজ্ঞ। কিন্তু অজ্ঞরা যখন বিশেষজ্ঞের মত কথা বলতে শুরু করে, তখন সেটা একটু বিরক্তিকরই।

যাহোক, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মত কিছুই ঘটে নাই। ঘটবেও না। খামোখা প্যানিক ছড়াইয়েন না রে ভাই। আপনার ছড়ানো প্যানিক জিনিষপত্রের দাম আরো বাড়িয়ে দিলে পরে আপনারই কান্না-কাটি করা লাগবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।