ব্যক্তিগত জীবনে প্রতিযোগীতা বা 'দেখাইয়া দিমু' মানসিকতা এজন্য ভুল যে, এটা আপনার লক্ষ্যকে আপনার সারাউন্ডিং এর ভেতরে আটকে ফেলতে পারে। একটা জোক বলি-
এক ফকির শুক্রবারে মসজিদের সামনে যেতে দেরী করায় অন্য ফকিররা তাকে আর জায়গা দিচ্ছিলো না। তখন সে বলে- 'দাঁড়া, আমার একদিন কোটি টাকা হইবো। তখন একটা মসজিদ বানায়া সেইটার সামনে একলা ভিক্ষা করমু, তোদের কাউরে ঐখানে দাঁড়াইতে দিমু না।'
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।