পাইরেটেড বই-সফটওয়্যার ব্যবহার করে বড় হওয়া একটা জাতিরে দূর্নীতি মুক্ত করা প্রায় অসম্ভব ব্যাপার। আমার ক্ষুদ্র জ্ঞানে এরকম মনে হয় আরকি। আপনার ভিন্ন কিছু মনে হলে জানাতে পারেন। আমার কেন মনে হয়, সেই ব্যাখ্যা আরেকদিন দেব।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।