টু মাচ জাজমেন্টাল লোকদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ডিপ্রেশন। এর পেছনে প্রধান দু'টো কারণ সম্ভবত-
১) এরা অবচেতন মনে নিজেই নিজেরে জাজ করতে থাকে।
২) এদের সাথে সবাই একটা দুরত্ব রেখে চলায় নিঃসঙ্গতায় আক্রান্ত হয়।
এই জাজমেন্টাল পাবলিকদের বিষয়ে আমার ব্যক্তিগত পর্যবেক্ষন হচ্ছে এরা ইন্টেলেক্টের চাইতে ইনটুইশন বেশী ব্যবহার করে। এক্ষেত্রে এদের ব্রেইন যত ভালো হয় ডিপ্রেশনের পরিমান ততই বেশী হয়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।