আজকে ভারতের একটা স্কুলে যা ঘটেছে, এধরনের ঘটনাগুলোতে আলটিমেটলি ভারতের হিন্দুদেরই ক্ষতি হবে, সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।