ফ্রেন্ডলিস্ট কমাতে কমাতে ৩৮৯৩ আছে এখন। সেই প্রায় চার হাজার লোকের ভেতরে আসলেই কতজন আমার লেখা দেখতে পায় বা কেয়ার করে জানতে চেয়ে পোস্ট দিয়ে দেখা গেল সংখ্যাটা ৩০০ জনের কাছাকাছি। মানে ফ্রেন্ড লিস্টের মাত্র ৭.৫% লোক আমার লেখা দেখতে পায় বা কেয়ার করে।
যারা ফ্রেন্ডলিস্টে নেই, তারা এবার একটু জানাবেন? একটা ছোট গবেষণা বলতে পারেন এটা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।