একদমই ইন্টারেকশন নাই এরকম লোকদের আনফ্রেন্ড করার ঘোষণা দেন অনেকে। আমার উলটাটা মনে হয়। এই যে ফ্রেন্ড অনলী করে এত হাবিজাবি পোস্ট করি, এরা আমারে সহ্য করে এখনো ফ্রেন্ডলিস্টে আছে কিভাবে? নাকি আনফলো করে রাখছে?
এই পোস্টটা ফ্রেন্ডলিস্টের যারা দেখতে পাবেন, একটু লাইক/টাইক দিয়ে জানাইয়েন তো! আসলেই কতজন আমার পোস্ট দেখতে পায় বুঝতে চাইতেছি। রিয়েক্ট দিয়ে জানাতে না চাইলে ইনবক্সেও জানাতে পারেন। মানে, আরেকটু জ্বালাইলাম আরকি!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।