বাংলাদেশে কোয়ালিটি সার্ভিস এবং প্রোডাক্ট নাই বললেই চলে। যেদিকে তাকান, কিছুই নাই। কোন সেক্টরের কথা বলবেন? একটা ভালো রেস্টুরেন্ট/ক্যাফে দেখান, যারা কোয়ালিটি ধরে রেখেছে। খুব দামী ক্যাফেগুলো বাদে একটাও পাবেন না। কোন পোশাকের ব্রান্ড দেখান, নাই। একদম কিছুই নাই। অথচ, ইউরোপ আমেরিকার প্রাইস ট্যাগ ব্যবহার করছে অনেকে। আমেরিকা থেকে ২০ ডলার দিয়ে আমি যে টি-শার্ট আনাই, বাংলাদেশের ৩০-৪০ ডলার মূল্যের টি-শার্টগুলো তার কাছেও দাঁড়াতে পারবে না। পিজা খেতে যান, মূল্য ঐ আমেরিকার মতই রাখবে কিন্তু কোয়ালিটি ৫%-ও না।

এই অবস্থা কেন বলেন তো?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।