কিছু মানুশ আছে, ভ্যালিড রিজন ছাড়াও অফেন্ডেড হয়
আমি এদের থেকে দূরে থাকতে চাই
এজন্য না যে—এদের অপছন্দ করি
বরং এজন্য যে, অফেন্ড করতে চাই না
কারণ থাকুক আর না থাকুক, অফেন্ডেড হলে তো মানুশ কষ্ট পায়।
এই দূরে থাকতে চাওয়ারে অনেকে অহংকার ভাবে।
অহংকার হচ্ছে হীনমন্যতার মুখোশ,
আমার হীনমন্যতা নেই।
আমার আছে কিছু বোকামী,
যেগুলো নিতান্তই আমার নিজের।
আমি কাউকে ঘৃণাও করি না।
যথেষ্ট কারণ খুঁজে পাই না কিংবা খুঁজি না,
সময়ও হয় না আসলে।
ঘৃনা করার চাইতে ইরিলিভেন্ট করে দেয়া ভালো।
এইটা কোন কবিতা না।
কেউ আবার অফেন্ডেড হয় কিনা,
এভাবে লিখলাম তাই।
এই আরকি!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।