প্রতিবছর ৭ মিলিয়ন লোক এয়ার পলিউশনের কারণে মারা যায়। ৭০ লাখ লোক! প্রতিদিন গড়ে ২০ হাজারের মত। গত কয়েক বছর ধরে পৃথিবীর সবচাইতে দূষিত নগরী হচ্ছে ঢাকা। ঢাকায় প্রতিদিন কতজন এয়ার পলিউশনের কারণে মারা যায়, এই ডাটা কি আমাদের কাছে আছে?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।