অপেক্ষায় থাকতাম, কখন রহস্য পত্রিকা প্রকাশিত হবে। ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত সবগুলো রহস্য পত্রিকা আমার সংগ্রহে ছিলো। কী ছিলো না এই পত্রিকায়? হরর গল্প থেকে ইলেকট্রনিক্স সার্কিট ডায়াগ্রাম, আধিভৌতিকতা থেকে বিজ্ঞান, সবই ছিলো। অপেক্ষায় থাকতাম নতুন ওয়েস্ট্রার্ন বইয়ের। নতুন কোন ক্লাসিকের অনুবাদের। তিন গোয়েন্দার। মাসুদ রানার। স্কুল থেকে ফেরার পথে প্রতিদিনই খোঁজ নিতাম সেবার নতুন কোন বই আসছে কিনা!
আমার ছোটবেলা রঙ্গিন হওয়ার পেছনে অন্যতম অবদান এই সেবা প্রকাশনীর। কাজী আনোয়ার হোসেনের। আমাদের কাজী দা'র।
য়্যু উইল বি মিসড কাজী দা। আই লাভ য়্যু ম্যান!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।