কমিউনিকেশন স্কিল (১৪)

অন্যের প্রতি রেসপেক্ট থাকলে এমনিতেই আপনার কমিউনিকেশন উন্নত হবে। কারণ, মানুশ বুঝতে পারে কখন তাকে রেসপেক্ট করছেন, কখন করছেন না।

কারো প্রতি মনে মনে ডিসরেসপেক্ট রেখে মুখে তার গুনগান করলে সেটা সহজেই ধরা যায়। বাংলা কথ্য পরিভাষায় এটাকে তেল দেয়া বলে। তেল দেয়ার ব্যাপারটা বুদ্ধিমানরা পছন্দ করে না।

অন্যের প্রতি রেসপেক্ট ব্যাপারটা জোর করে আনতে পারবেন না। কেন আরেকজন মানুশকে রেসপেক্ট করা উচিত, এটা আপনার নিজের ভেতর থেকে উপলদ্ধি করতে হবে। তাই মানুশদের কেন রেসপেক্ট করা উচিত জানা ও বুঝার চেষ্টা করুন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।