মানুশ সম্পর্কে যত জানবেন, ততই তাদের প্রতি মমতা বাড়তে থাকবে। এমনকি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝার পরেও মনে হবে— 'আহারে, বেচারা! আমারে বন্ধু হিসেবে পেতে পারতো!' তার এই মানসিকতার জন্য সে যে একা হয়ে যাচ্ছে, এটা ভেবেও আপনার মন খারাপ হয়ে যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।