Air Matters অ্যাপটা সেটাপ করার পর থেকে প্রতিদিন আইওয়াচে বাতাসের কোয়ালিটি নিয়ে সতর্ক করে যাচ্ছে। ঢাকার বাতাস এত বেশী খারাপ যে- অ্যাপ আমাকে সাজেশন দিচ্ছে রুমের দরজা-জানালা সব বন্ধ করে এয়ার পিউরিফায়ার অন করে দিতে।
এত খারাপ অবস্থা কিভাবে হলো আমাদের?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।