Don't Look Up দেখলাম। নতুন প্রজন্ম ও সোশ্যাল মিডিয়া নিয়া প্যানিকড পাবলকিদের পছন্দ হওয়ার মতই মুভি। 'নতুন প্রজন্ম গোল্লায় যাচ্ছে', এটা হাজার বছরের পুরানো পপুলিস্ট ধারণা। প্রাচীন বাংলা সাহিত্যেও দেখবেন ডায়লগ আছে- 'কলিকাল, ঘোর কলিকাল!'
'সোশ্যাল মিডিয়া পাবলিকের থট নিয়ন্ত্রন করে/করতে চায়', এই ন্যারেটিভ দাঁড় করাতে মরিয়া ট্রেডিশনাল মিডিয়া। নিজেদের অস্তিত্বের স্বার্থে তারা এটা করতেই পারে, করবেও। কিন্তু, শিক্ষিত পাবলিক কেন এই বয়ান খাচ্ছে, সেটাই চিন্তার বিষয়। শত শত বছর ধরে ট্রেডিশনাল মিডিয়া যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রধানতম হাতিয়ার হয়ে আছে, সেটা তো তাদের জানার কথা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।