২০২১ প্রোডাক্টিভ একটা বছর ছিলো আমার জন্য। কোভিড আক্রান্ত হয়ে দুই মাস কাজ করতে পারিনি। তারপরেও বেশীরভাগ মাইলস্টোন টাচ করতে পেরেছি। ২০২২ এর রুটিনে নতুন যোগ হচ্ছে লেখালেখি। এবছর পড়াশোনা ও লেখালেখির জন্য প্রতিদিন চার ঘন্টা করে বরাদ্দ করেছি।

২০১৯, ২০ এবং ২১, এই তিন বছর আমার জন্য অনেক গুরুত্বপূর্ন ছিলো। ভার্সিটিয়ান আর থিংকার ক্লাবের এপ্লিকেশন ডেভেলপমেন্ট হয়েছে এই তিন বছরে। ২০২২ এ একটা EduTech স্টার্টাপ শুরু করবো, ভার্সিটিয়ানের সিস্টার কনসার্ন হিসেবে সরাসরি বাংলাদেশী একাডেমিক প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিয়ে কাজ করার জন্য। একাডেমিক প্রতিষ্ঠান ও শিক্ষকদেরকে ফ্রি কনসাল্টেন্সি, একাডেমিক ম্যানেজমেন্ট সফটওয়্যার, লার্নিং ম্যানেজার ও অনলাইন এডুকেশন প্লাটফর্ম দেয়ার প্ল্যান আছে। ফলে, আগামী বছরটা আরো গুরুত্বপূর্ন আমার জন্য। গত তিন বছর ধরে যা যা ডেভেলপ করেছি এগুলো মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট শুরু হবে।

সব মিলিয়ে ২০২১ ভালো কেটেছে, ২০২২ আরো ভালো কাটবে আশা করি। বেঁচে থাকলে আগামী চার/পাঁচ বছরে ভার্সিটিয়ান, থিংকার ও এডুটেক থেকে বহু মানুশের জীবিকার ব্যবস্থা করতে পারবো ইনশা'আল্লাহ।
আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ্য ও ভালো থাকবেন। নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।