বাংলাদেশের অফিসগুলোতে দুই ধরনের লোক দেখা যায়। এক গ্রুপ লোক আছে যারা তাদের কাজের ব্যাপারে সিরিয়াস, প্রচুর কাজ করেও। আরেক গ্রুপ আছে যারা মনে করে কাজের চাইতে গ্রুপিং লবিং ও তেল দেয়া বেশী জরুরী। অফিসে নতুন কেউ ঢুকলেই এই দ্বিতীয় গ্রুপটা নতুনদেরকে তাদের দলে রিক্রুট করার চেষ্টা করে। নতুনদেরকে বুঝায় যে- 'আপনি যদি চুপচাপ শুধু কাজ করতে থাকেন আপনার উপরে আরো কাজ চাপিয়ে দেয়া হবে। আপনাকে খাটাতে খাটাতে মেরে ফেলা হবে.. ব্লা ব্লা!' ফলে, নতুনদের অনেকে ভয় পেয়ে এই আড্ডাবাজ ফাঁকিবাজদের গ্রুপে জয়েন করে ফেলে এবং আলটিমেটলি লুজার হয়। বাংলাদেশে এই দ্বিতীয় শ্রেণীর লোকদের সংখ্যা বেশী।

একটা সহজ ব্যাপারই অনেকে বুঝতে পারে না বা চায় না যে- আপনি যদি প্রথম দিকে অতিরিক্ত কাজ করেন সেটা আপনার এক্সপেরিয়েন্স তৈরি করে। আপনার স্কিল বাড়াতে সাহায্য করে। এভাবে একজন ব্যক্তি অ্যাসেটে পরিনত হয়। আর এই অ্যাসেটদের কখনো জবের অভাব হয় না। এদেরকে কোন অফিস হারাতে চায় না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।