সরকারী হিসাবে গত এক বছরে আমেরিকার মূদ্রাস্ফিতি ৬.২% (বেসরকারী হিসাবে নাকি ১২% এর বেশী)। ২০২১ এর পয়লা জুলাই ইউএস ডলারের সাথে টাকার বিনিময় হার ছিলো ৮৩.২১ যা এখন ৮৫.৭২। তাহলে বাংলাদেশের বর্তমান মূদ্রাস্ফিতি কত পার্সেন্ট?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।