পোস্ট কোভিড এরা-তে রিমোট জব বাড়তেছে। আইটিতে তো আমরা এই সুবিধা পেয়ে আসতেছি এক যুগেরও বেশী সময় ধরে। অন্যরাও এখন পাবে।
রিমোট জব বাড়ার ফলে পৃথিবীতে একটা ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাকে শহরে থাকতে হবে না বা বিদেশ যেতে হবে না নিজের যোগ্যতা অনুযায়ী জব করার জন্য। এটা কোম্পানীগুলোর জন্য যেমন ভালো পাবলিকের জন্যও ভালো। বিকেন্দ্রীকরণ হবে। শহর কেন্দ্রীক সভ্যতার পরিবর্তন ঘটতে যাচ্ছে যা মানব সভ্যতার একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।