বয়স একটা ধারণা মাত্র। আত্মার কোন বয়স নাই। যে বায়োলজিক্যাল বডিতে আত্মা কিছুদিন বাস করতে আসে, সেই শরীর কর্মক্ষমতা হারায় মাত্র। এর বেশী কিছু না। আপনার যদি মনে হয় আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, তাহলে বুড়ো হয়ে যাবেন। বায়োলজিক্যাল বডির মৃত্যুর আগেই কত মানুশ মারা যায়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।