এসব ব্যাপার ভারতের অখন্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কয়েক বছর আগেও ভারতীয় মুসলিমরা নিজেদের ভারতীয় পরিচয় নিয়ে গর্ব করতো। এখন পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে।
আমেরিকা এই পরিস্থিতিটা ঠেকানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ বৃহৎ ভারত তাদের দরকার (মূলত ভারতের বাজার)। কিন্তু পারবে না সম্ভবত ঠেকাতে। এর ভেতরে ভারত রাশিয়া থেকে S-400 নিয়ে আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঘটিয়েছে। এখন আর আমেরিকা ভারতের অখন্ডতা আর চাইবে কিনা সেটাও ভাবার বিষয়। চায়নাও ভারতের জন্য একটা বড় হুমকি (যদিও ভারত চায়নার দিকে যাওয়ার চেষ্টা করছে)।
ভারত ভাঙলে একটা মুসলিম রাষ্ট্র তৈরি হতে পারে যেখানে ভারতের সব মুসলিমরা মাইগ্রেট করবে। ৪৭-এর মত।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।