বাংলাদেশে লেখকদের মূল্য দেয়া হয় না, ফলে এখানে ভালো লেখক তৈরি হয় না। আমি মনে করি ইন্টেলেকচ্যুয়াল ওয়ার্কের মূল্য দেয়া উচিত। একজন কষ্ট করে রাত-দিন খেটে একটা আর্টিকেল লিখলে আপনার উচিত সেটা অন্তত ৩ টাকা দিয়ে হলেও কিনে পড়া। অথবা কোন লেখকের সাইটে আপনি বছরে ১০০ বা ৫০০ টাকা দিয়ে সাবসক্রাইব করলেন, তারপর তাদের সমস্ত লেখা ফ্রি পড়লেন। এতে প্রফেশনাল লেখক তৈরি হবে। পাঠকরাও ভালো ভালো লেখা পাবেন।
লেখকরা বই প্রকাশের আগে প্রি-অর্ডার বিক্রি করতে পারলে ভালো। থিংকারে ৫০ বা ১০০ টাকা দিয়ে আপনি একজন লেখকের আপকামিং বইয়ের প্রি-অর্ডার করার পর সেই বইটা প্রকাশ হওয়ার আগে অনলাইনে ধীরে ধীরে পড়তে থাকলেন। যখন কোন পাবলিকেশন্স থেকে হার্ড-কপি বের হবে, তখন সেই বই আপনার বাসায় পৌঁছে যাওয়ার পর বাকী মূল্য প্রদান করলেন। এতে বই লেখার প্রতি অনেকের আগ্রহ তৈরি হবে। লেখকও বুঝতে পারবেন তার বইটা ছাপা হওয়ার পর কত কপি বিক্রি হতে যাচ্ছে। প্রকাশকদের জন্যও এটা ভালো।
এরকম সকল ধরনের ইন্টেলেকচ্যুয়াল ওয়ার্কেরই মূল্য দেয়ার ব্যবস্থা থাকা উচিত। এই ব্যবস্থা থাকার পরেও কেউ চাইলে তার অধিকাংশ লেখা বিনামূল্যে প্রকাশ করতে পারেন। সেটা লেখকের মর্জি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।