আপনার যে অন্যায়ের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না বা কেউ অভিযোগ করে না, সেই অন্যায়ের জন্য আপনি কারো কাছে ক্ষমা চাইতেও পারবেন না বা অন্য কেউ ক্ষমা করতে আসবে না।
আর, নিজেরে নিজে ক্ষমা করা হচ্ছে জগতের সবচাইতে কঠিন কাজগুলোর একটা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।