তাতিনকে যখন স্কুলে ভর্তি করলাম তখন ও বললো— 'টিচার হবো।'
আমি বললাম, আচ্ছা।
তার কিছুদিন পর বলে— 'দোকানদার হবো'।
আমি হেসে বললাম, আচ্ছা!
এরপর আমার কিছু ফেসবুক স্ট্যাটাস পড়ে বলে—'লেখক হবো।'
আমি তখন নিজেকে নিয়ে গর্বিত হয়ে গেলাম।
আজকে বলে—'প্রেসিডেন্ট হবো।'
এখন আমি টেনশিতো!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।