সহজ জীবন - ৭ এবং সহজ জীবন - ১৭
কাউকে দেখিয়ে দেয়ার জন্য লক্ষ্য স্থির করবেন না। এটা খুব ছোট ব্যাপার। লক্ষ্য অনেক বড় হতে হয়। তাছাড়া, যাকে দেখিয়ে দিতে চাচ্ছেন, সে ইরিলিভেন্ট হয়ে যাবে শিঘ্রই। তখন মোটিভেশন হারিয়ে ফেলবেন।
এছাড়াও এটা আপনার ভেতরে অশান্তি তৈরি করবে। ক্রিয়েটিভিটির জন্য ইনার পীস লাগে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।