MacBook Pro M1 এর সেকেন্ড জেনারেশনের জন্য অপেক্ষা করছিলাম। আগামী মাসে সম্ভবত আসতে যাচ্ছে। একটা ফাইনাল লিকে যে ডিজাইন দেখলাম, অসাধারণ। আইফোনের মতই চারকোনা টাইপ ডিজাইন করে ফেলছে শুনলাম।
যাহোক, আমার বর্তমান ম্যাকবুক প্রো-টা বেচে দেব। ২০১৮-তে কিনেছিলাম এবং ২০১৯-এ ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার ১ সপ্তাহ আগে কিছু সমস্যা দেখা দেয়ায় অ্যাপল স্টোরে পাঠিয়েছিলাম, ওরা নতুন একটা দিয়ে দিয়েছিলো। এর মাঝে আমি আরেকটা মেশিন কালেক্ট করে ফেলি, ফলে নতুন ম্যাকবুকটা খুব বেশী ব্যবহার করা হয়নি। ব্যাটারি সাইকেল কাউন্ট ১৭৬ মাত্র (কমেন্টে স্ক্রিনশট দিয়েছি)।
কেউ কিনতে আগ্রহী হলে ইনবক্সে জানাতে পারেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।