মানুশ সম্পর্কে যাদের ধারণা যত বেশী নেগেটিভ, তাদের তত বেশী প্রতারিত হওয়ার চান্স থাকে। কারণ, বাস্তবে কোন মানুশই অতটা খারাপ নয় যতটা তারা ভাবে। ফলে, যখন কোন মানুশের সাথে গভীরভাবে মিশতে যায় তখন তারা সহজেই অবাক হয়ে ভাবতে থাকে- 'আরেহ, এতো পুরাই অন্যরকম, ভালো!' অল্প কয়েকটা প্যারামিটার এদেরকে বিভ্রান্ত করে দিতে পারে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।