কোভিড হওয়ার পর থেকে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভেতরে। এধরনের ব্যাপার আমার আগে কখনো ছিলো না। অস্থিরতার কোন কারণ ধরতে পারছি না। ধীরে ধীরে কাটছে যদিও, কিন্তু অনেকটাই রয়ে গেছে এখনো।
১০/১২ কিলোমিটার সাইক্লিং করলে বা প্রচুর হাঁটাহাটি করলে হেল্প হয়। টানা কাজে ডুবে থাকলেও কিছুটা বের হয়ে আসা যায়। আর কারো কি এধরনের কিছু হচ্ছে? এর প্রতিকার জানেন কেউ?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।