সহজ জীবন - ১৬
ভালো চিন্তক হওয়ার জন্য টেনশনমুক্ত জীবন লাগে। সেটা আপনি তিন ভাবে পেতে পারেন—
১) উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়ে
২) ভালো ক্যারিয়ার তৈরি করে
৩) বস্তুজগতের প্রতি নিরাসক্ত হয়ে
খেয়াল করে দেখেন, জগতের অধিকাংশ মনীষী হয় উত্তরাধিকার সূত্রে সম্পদশালী ছিলো অথবা বস্তুজগতের প্রতি নিরাসক্ততা অর্জন করেছিলো। কিন্তু, উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হওয়াটা তো চ্যুজ করা যায় না। তাই এটা বাদ দিয়ে বাকী দু'টোর ভেতরে দ্বিতীয়টা মনে হয় সহজ। জীবনের প্রথম দিকের কয়েকটা বছর ঠিকমত কাজে লাগাতে পারলে এটা অত কঠিন না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।