সহজ জীবন - ১৫
একজন মানুশ আরেকজন মানুশের নামে খারাপ কিছু বলে মূলত আনন্দ পাওয়ার জন্য। অসুস্থ বিনোদন। তারপর সে এটা ভুলে যায়। কিন্তু যার নামে বলে, সে ভুলে না। এভাবে তার এনিমি বাড়তে থাকে। তারপর একদিন যখন সে এর ফল পায় তখন সে বুঝতে পারে না কেন তার সাথে এরকম হচ্ছে। সে বলে— "আমি তো জীবনে কারো ক্ষতি করলাম না, আমার সাথে এরকম হচ্ছে কেন?"
আরেকজন মানুশের নামে খারাপ কিছু বলাও যে তার ক্ষতি করা, এটা অধিকাংশ মানুশই জানে না সম্ভবত! আপনি যদি একটা সহজ জীবন চান, তাহলে এধরনের ক্ষতি যত কম করবেন তত ভালো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।