প্যারেন্টিং - ২৭
"না" বলতে শেখা খুব জরুরী। 'না' বলা শিখতে আমার অনেক সময় লেগেছিলো। 'না' বলার ক্ষেত্রে আমি মূলত বিবেচনা করি সময়। সময় সবচাইতে দামী কারেন্সী। কত কাজ করার আছে, অথচ আমাদের জীবন কত ছোট! গত আট বছরে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে গিয়েছি, তারপরেও বহু ক্লায়েন্টরে 'না' বলে দিয়েছি শুধুমাত্র সময় নষ্ট হবে বলে। তারপরেও কত সময় নষ্ট করেছি জীবনে। অধিকাংশ সময় নষ্ট হয়েছে এই 'না' বলতে পারার কারণে।
আপনার বাচ্চাকে 'না' বলতে শেখান।                                                            
 
                                                                    
                                                                    কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।