স্যার, হোয়াট ইজ চেইন রিএ্যাকশন?

মনে করো— তোমার গার্লফ্রেন্ডের করোনা পজেটিভ। তাই তাকে কোয়ারিন্টিনে নিয়েছে, সাথে তোমাকেও। এখন তোমার গার্লফ্রেন্ডের আরো দুইটা বয়ফ্রেন্ড আছে, তোমারো আরো দুইটা গার্লফ্রেন্ড। এদের সকলকে কোয়ারিন্টিনে নেয়া হলো। এখন এদের প্রত্যেকেরই তিনটা করে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড আছে। তাদেরকেও নেয়া হলো। এবং...

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।