বাংলাদেশের কিছু পাবলিক এত কিউট যে— গত দশ বছরে ট্যাক্স ভ্যাট কয়েকগুন বাড়ার পরেও, বিদ্যুৎ বিল থেকে শুরু করে সকল খরচ এত এত বাড়ানোর পরেও কোন ব্যর্থতার দায় সরকাররে দিতে রাজী না। সব দোষ তারা চাপায় নিরীহ জনগনের উপরে। হাউ সুইট!
এরকম দ্যাশে রাজনীতি করার মজাই আলাদা!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।