কমিউনিকেশন স্কিল ১০১ (পর্ব-৯)
পৃথিবী তিন রকমের নিয়মে চলে—
১) আপনার পৃথিবী আপনার নিয়মে
২) পৃথিবী নিজে তার নিজের নিয়মে
৩) আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন, তার নিয়মে
এই নিয়মগুলোরে আপনি ভাষা হিসেবে দেখতে পারেন। তো, যার সাথে কমিউনিকেট করতে চান, তার ভাষা জানা জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।