মানুষ সম্পর্কে আপনি কতটুকু জানেন? এখন পর্যন্ত একজন মানুষের ৮৩০-টা পার্সোনালিটি ট্রেইটের সন্ধান আমি পেয়েছি। তার ভেতরে পজেটিভ ট্রেইট ২৪৪টা, নিউট্রাল ট্রেইট ২৯৪টা এবং নেগেটিভ ট্রেইট ২৯২টা।

এই যেমন পজেটিভ ট্রেইটের ভেতরে আছে—
Active, Adaptable, Adventurous, Alert, Anticipative, Attractive, Balanced, Brilliant, Calm, Caring, Charming, Clean, Confident, Creative, Cultured, Curious ইত্যাদি ইত্যাদি।

নিউট্রাল ট্রেইটগুলো এরকম—
Ambitious, Amusing, Big-thinking, Boyish, Casual, Complex, Cute, Dreamy, Formal, Modern, Moralistic, Mystical, Old-fashioned, Ordinary, Political, Private, Quiet, Religious, Sarcastic, Self-conscious, Sensual, Skeptical, Strict, Stubborn, Stylish, Soft, Tough

এবং নেগেটিভ ট্রেইটগুলো এরকম—
Aimless, Angry, Anxious, Artificial, Bizarre, Brutal, Calculating, Callous, Careless, Childish, Cowardly, Criminal, Critical, Cruel, Destructive, Dirty, Dishonest, Disloyal, Disturbing, Extreme, Foolish, Greedy, Lazy, Messy, Narcissistic, Paranoid, Rigid, Selfish, Shallow, Trendy, Troublesome, Undisciplined

মানুষের এরকম ৮৩০টা ট্রেইট সম্পর্কে অনেক ঘাঁটাঘাটি করেও আমার মনে হয়েছে এর বাইরেও অনেক কিছু আছে। আমরা আসলে মানুষ সম্পর্ক কতটুকু জানি? কতটুকু জানা সম্ভব?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।