Common Sense 101
গ্রামার আর বানানের অবস্থা না হয় ওভারলুক করা গেল, কিন্তু "R8", "ur", "dlvry", "rcv", "thw", এসব কী ভাই? ফরম্যাল কনভারসেশনে এসব মানুষ কিভাবে ব্যবহার করে? ইংরেজী না পারলে বাংলায় বলেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।