ইয়াহু জিওসিটিসে আমার ৫টা সাইট ছিলো। আর্কাইভ ডট অর্গ সেগুলোর একটারে মনে রাখছে... ২০০৩ সালের সাইট, ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত ৩টা স্ন্যাপ সেভ করছে দেখলাম।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।